নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালী-৪ আসনের সাবেক এমপি একরামুল করিম চৌধুরীর লাইসেন্সকৃত একটি শর্টগান ও ১২ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ, সেনাবাহিনী ও র্যাবের যৌথবাহিনী।
বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে কবিরহাট উপজেলার সুন্দলপুরে এ অস্ত্র ও গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জেলার পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান জানান, গোপন খবরে যৌথ বাহিনীর সদস্যরা একরামুল করিম চৌধুরীর বাড়ির উত্তর-পশ্চিম পার্শ্বে একটি কবরস্থানে অভিযান চালায়।
তিনি আরও জানান, ওই কবরস্থানে পরিত্যক্ত অবস্থায় একটি সাদা প্লাস্টিকের বস্তা মোড়ানো ১টি শর্টগান এবং ১২ রাউন্ড কার্তুজ উদ্ধার করে। পরে অনুসন্ধানকালে জানা গেছে, অস্ত্রটি সাবেক এমপি একরামুল করিম চৌধুরীর নামে লাইসেন্সকৃত। এ ঘটনায় বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।