সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল মান্নান তালুকদার মারা গছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৯ বছর।
শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টায় ঢাকার ধানমন্ডি ২৭ নম্বরে নিজ বাসবভনে শেষ নিশ্বাস ত্যাগ করেন আব্দুল মান্নান তালুকদার। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক রেজাউল করিম খান এসব তথ্য নিশ্চিত করেছেন। জানাজার সময় ও স্থান পরে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।
সাবেক এই সংসদ সদস্যের মৃত্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু গভীর শোক প্রকাশ করেছেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা।
আব্দুল মান্নান তালুকদার ১৯৩৬ সালের ২ মার্চ রায়গঞ্জের ধুবিল ইউনিয়নে জন্মগ্রহণ করেন। ১৯৫৪ সালে ম্যাট্রিক পাসের পর ভর্তি হন সিরাজগঞ্জ সরকারি কলেজে। সে সময়েই ছাত্ররাজনীতিতে যুক্ত হয়ে কলেজ ছাত্র সংসদে সমাজসেবা সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। পড়াশোনার পাশাপাশি ‘সোনালী আঁশ’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। একইসঙ্গে তিনি প্রথম শ্রেণির ঠিকাদার ছিলেন। ১৯৯১ সালে প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সিরাজগঞ্জ-৩ আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করেন আব্দুল মান্নান তালুকদার। চারবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে পরাজিত হয়েছিলেন আব্দুল মান্নান তালুকদার।