শনিবার , ১৬ আগস্ট ২০২৫ | ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

সিলেটে পাথর লুটের ঘটনায় ৫ জন গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ১৬, ২০২৫ ১:২২ অপরাহ্ণ

সিলেট প্রতিনিধি :

সিলেটে পাথর লুটের মামলায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। শনিবার (১৬ আগস্ট) ভোরে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন– কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ গ্রামের মৃত সিকন্দর আলীর ছেলে কামাল মিয়া ওরফে পিচ্চি কামাল (৪৫), একই গ্রামের কামাল মিয়ার ছেলে আবু সাঈদ (২১) ও নাজিরেরগাঁওয়ের মৃত মনফর আলীর ছেলে আবুল কালাম (৩২)। এ তিনজনকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া ক্রাশিং করা সাদা পাথর ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় চেকপোস্টে গ্রেপ্তার করা হয় লাছুখাল গ্রামের শহিদ মিয়ার ছেলে ইমান আলী (২৮) ও জাহাঙ্গীর আলমকে (৩৫)।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন কুমার দাস পাঁচজন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, “খনিজ সম্পদ অধিদপ্তরের দায়েরকৃত মামলায় গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।”

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্টের পর কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীর তীরবর্তী সাদাপাথর এলাকা থেকে পাথর চুরি করা হয়। বিশেষ করে গত দুই সপ্তাহে কোটি কোটি টাকার পাথর লুটপাট করা হয়। সেই পাথর উদ্ধারে বৃহস্পতিবার (১৪ আগস্ট) মধ্যরাত থেকে জেলা প্রশাসন বিশেষ অভিযান শুরু করে। যা এখনো চলমান রয়েছে। এদিকে গতকাল পর্যন্ত প্রায় ১ লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। পাথরগুলো পুনরায় ধলাই নদীতে প্রতিস্থাপন করা হচ্ছে।

সর্বশেষ - রাজনীতি