বৃহস্পতিবার , ২৯ আগস্ট ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

৫ কোটি টাকার মাদক ও মালামাল ফেলে পালালো পাচারকারীরা

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২৯, ২০২৪ ৯:০৬ অপরাহ্ণ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা থেকে ৫ কোটি ১ লাখ টাকা মূল্যের এক কেজি ভারতীয় মূল্যবান ক্রিস্টাল মেথ আইস নামের ভয়ানক মাদকসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি। বুধবার রাতে উপজেলার সোলপুর সীমান্ত থেকে উক্ত মালামাল জব্দ করা হয়। তবে, এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে সক্ষম হননি তারা।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে, এক কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ আইস, ২৯ বোতল ফেন্সিডিল, ২০০ পিস সিলডেনাফিল ট্যাবলেট, ৮ পিস সিল্কের থ্রি পিচ, ৬ টি জরজেট শাড়ি, ১৩ জোড়া শাখা, ১২ পিস সিঁদুর ও ১০০ পিস ইমিটেশন চেইন।

বিজিবি জানায়, ভারত থেকে অবৈধ পথে কালিগঞ্জ উপজেলার সোলপুর সীমান্ত পথে মাদকের একটি বড় চালান আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর উপজেলার নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটেলিয়নের আওতাধীন সোলপুর বিওপির একটি টহল দল সেখানে অভিযান চালায়।

এ সময় সেখান থেকে এক কেজি ভারতীয় মূল্যবান ক্রিস্টাল মেথ আইস নামের মূল্যবান মাদকসহ উক্ত মালামাল জব্দ করা হয়। তবে, এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানী চক্রটি পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে সক্ষম হননি তারা। বিজিবি আরো জানায়, জব্দকৃত ক্রিস্টাল মেথ আইসসহ উক্ত মালামালের বাজার মূল্য ৫ কোটি ১ লাখ ৭ হাজার ৪৫০ টাকা।

নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মাদকদ্রব্য নিকটস্থ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে এবং অন্যান্য মালামাল গুলো শুল্ক অফিসে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - জাতীয়