শুক্রবার , ২৮ জুন ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

আমের দামে খুশি চাষি, হতাশ ক্রেতা

প্রতিবেদক
Newsdesk
জুন ২৮, ২০২৪ ১০:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

জমে উঠেছে নওগাঁর আমের হাট। বেড়েছে সব ধরনের আমের সরবরাহ। হিমসাগর, ল্যাংড়া, নাক ফজলি আমের সঙ্গে বাজারে এসেছে আম্রপালি, বারিফোর ও কাটিমন জাতের আম। এবার মৌসুমের শুরু থেকেই আমের দর ঊর্ধ্বমুখী। বাড়তি দরে বাগান মালিকরা খুশি হলেও বিপাকে আছে ক্রেতারা।

সড়কের দুই পাশে লম্বা লাইনে আমের হাট। হরেক জাতের আম নিয়ে ক্রেতার অপেক্ষায় নওগাঁ সাপাহারের ব্যবসায়ীরা।

হিমসাগর, ল্যাংড়া, নাক ফজলি, ব্যানানা, জাতের সঙ্গে চলতি সপ্তাহে বাজারে যুক্ত হয়েছে আম্রপালি ও কাটিমন আমও। ভরা মৌসুমে তাই গাছ থেকে নামানো আম হাটে তুলছেন চাষিরা। এবার শুরু থেকেই আমের বাড়তি দরে চাষিরা খুশি হলেও আম কিনতে এসে বাড়তি দরে হতাশ ক্রেতা। আম কিনতে আসা কয়েক জন জানালেন ইচ্ছে থাকলেও বেশি আম কেনা যাচ্ছে না। কারণ সব আমের দাম বেশি।

একজন বাগান মালিক জানান, এবার আমের পরিচর্যায় খরচ বেড়েছে। তা ছাড়া তীব্র খরায় গুটি ঝরে পড়ায় বাগানে ফলন কম। তাই দাম বেশি না হলে আমাদের লাভ হবে না।

আড়তগুলো আমে ঠাসা থাকলেও বিক্রিতে প্রভাব পড়েছে বাড়তি দরে। বিক্রেতারা বলছেন, গেল বারের চেয়ে অন্তত কেজিতে ৩০ টাকা বেশি দরে বিক্রি করতে হচ্ছে তাদের। নওগাঁর আম আড়ৎ পট্টি এলাকার ব্যবসায়ী সুবাসসহ আরও কয়েকজন জানান, এবার ব্যবসা খুব ভালো হচ্ছে না। আমের দাম চাইলে ক্রেতারা মুখ ভার করে চলে যাচ্ছে।

জেলা থেকে এবার ২ হাজার মেট্রিক টন আম বিদেশে রফতানির অর্ডার পেয়েছেন বলে জানিয়েছেন বাগান মালিকরা।

হিম সাগ, ল্যাংড়া, গোপাল ভোগ দিয়ে শুরু হয়েছিল আমের মৌসুম। সবশেষ বাজারে এসেছে আম্রপালি, বারিফোর, কাটিমন ও ব্যানানা জাতের আম।

স্থানীয় কৃষি বিভাগ বলছে, জেলায় এবার ৩২ হাজার হেক্টর জমি থেকে সাড়ে ৪ লাখ মেট্রিক টন আম উৎপাদনের আশা করা হচ্ছে।

নওগাঁয় আমের দর

ল্যাংড়া প্রতিমণ (৪৮ কেজি) ৩ হাজার ২শ’ থেকে ৩ হাজার ৩শ’ টাকা। হিম সাগর প্রতিমণ (৪৮ কেজি) ৩ হাজার ৫শ’ থেকে ৩ হাজার ৮শ’ টাকা। কাটিমন প্রতিমণ (৪৮ কেজি) ৪ হাজার ৫শ’ থেকে ৫ হাজার টাকা। আম্রপালি প্রতিমণ (৪৮ কেজি) ৩ হাজার ৫শ’ থেকে ৪ হাজার। নাক ফজলি প্রতিমণ ৪৮ কেজি ৩ হাজার ৭শ’ থেকে ৪ হাজার টাকা।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত