বৃহস্পতিবার , ২৯ আগস্ট ২০২৪ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

এক্সিম ব্যাংকের পর্ষদ পুনর্গঠন, বাদ নজরুল ইসলাম

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২৯, ২০২৪ ৮:২৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বেসরকারি এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে সরিয়ে দেয়া হয়েছে চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে। নতুন করে ব্যাংকটিতে তিনজন শেয়ারধারী পরিচালক ও দুজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এক আদেশে ব্যাংকটির পর্ষদ বাতিল করে। এ বিষয়ে এক চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো কেন্দ্রীয় ব্যাংকের আদেশে বলা হয়েছে, আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষার্থে এবং ব্যাংকিং সুশাসন নিশ্চিতের জন্য জনস্বার্থে ব্যাংক কোম্পানি আইনের ক্ষমতাবলে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ বা এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হলো।

২০০৭ সাল থেকে ব্যাংকটির চেয়ারম্যান পদে ছিলেন নজরুল ইসলাম মজুমদার। একইসাথে তিনি প্রায় দেড় দশক ধরে ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সভাপতির দায়িত্বে রয়েছেন।

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর এক্সিম ব্যাংকের পুরোনো পর্ষদ ভেঙে নতুন করে যাদের নিয়োগ দেয়া হয়েছে, তারা হলেন শেয়ারধারী পরিচালক মো: নুরুল আমিন, নজরুল ইসলাম স্বপন ও অঞ্জন কুমার সাহা।

এছাড়া স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এস এম রেজাউল করিম ও সনদধারী হিসাববিদ খন্দকার মামুনকে।

নতুন নিয়োগ পাওয়া পাঁচ পরিচালকের মধ্য থেকে ব্যাংকটির চেয়ারম্যান নিযুক্ত হবেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত