বুধবার , ২৩ এপ্রিল ২০২৫ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

পুঁজিবাজারে শৃঙ্খলা অক্ষুণ্ন রাখার আহ্বান ডিবিএর

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ২৩, ২০২৫ ৪:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে শৃঙ্খলা এবং বিনিয়োগের পরিবেশ অক্ষুণ্ন রাখতে ব্রোকারেজ হাউজগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ)।

বুধবার (২৩ এপ্রিল) ডিবিএর সেক্রেটারি মো. দিদারুল গনী স্বাক্ষরিত বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে।

এদিকে, পুঁজিবাজারে ধারাবাহিক পতনের প্রতিবাদে বুধবার দুপুরে বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এ কর্মসূচি সফল করতে ব্রোকারেজ হাউজগুলোর কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণের দাবি জানিয়ে চিঠি দিয়েছেন বিনিয়োগকারীরা। এমন পরিস্থিতিতে ডিবিএর পক্ষ থেকে ব্রোকারেজ হাউজগুলোর এমডি ও চেয়ারম্যানের উদ্দেশ্যে এ সতর্ক বার্তা দেওয়া হয়েছে।

ডিবিএর বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ডিবিএর পরিচালনা পর্ষদ কর্তৃক আদিষ্ট হয়ে সকল সম্মানিত সদস্যদের বিনীত অনুরোধ করা যাচ্ছে যে, পুঁজিবাজার ও বিনিয়োগকারীর বৃহত্তর স্বার্থে বাজারের শৃঙ্খলা ও বিনিয়োগের পরিবেশ বিনষ্টকারী সব ধরনের কার্যক্রম থেকে বিরত থেকে সকলকে পেশাদারিত্বের সাথে কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ করা যাচ্ছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) পুঁজিবাজারের সদস্য ব্রোকারেজ হাউজগুলোতে পাঠানো বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টার অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম ইকবাল হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, অত্যন্ত দুঃখের সাথে আপনাকে জানাচ্ছি যে, পুঁজিবাজারে প্রতিদিন যেভাবে রক্তক্ষরণ হচ্ছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এভাবে চলতে থাকলে পুঁজিবাজার নামে যে সেক্টরটি রয়েছে, তা মাটির সাথে মিশে যাবে। এখানে সংশ্লিষ্ট যারা রয়েছেন, তারা নিঃস্ব হয়ে যাবেন। এমনকি পুঁজিবাজারে সাথে যারা বেশি জড়িত—মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজগুলো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এভাবে অনেকগুলো প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, আবার কতগুলো বন্ধ হওয়ার পথে। চাকরি হারাচ্ছেন অনেক কর্মচারী-কর্মকর্তা। চাকরি থেকে তাদেরকে ছাঁটাই করা কোনো সমাধান নয়। আপনারা যদি সোচ্চার হন, তাহলেই কেবল এই পুঁজিবাজারের উন্নতি সম্ভব। তাই, অনতিবিলম্বে বিনিয়োগকারী, প্রতিষ্ঠান ও নিজের স্বার্থে ঐক্যবদ্ধভাবে দাবি আদায়ে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করার অনুরোধ জানাচ্ছি। বুধবার (২৩ এপ্রিল) দুপুর ২টা ২০ মিনিটে মতিঝিলের শাপলা চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন। ওই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে আপনাদের প্রতিষ্ঠান থেকে কর্মকর্তা এবং কর্মচারী প্রেরণ করে আমাদের বিক্ষোভ কর্মসূচিকে সফল করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

সর্বশেষ - জেলার খবর