নিজস্ব প্রতিবেদক :
হঠাৎ করে ফের দাম বাড়ছে পেঁয়াজের। কোথাও কোথাও শতক হাঁকিয়েছে কেজি। মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে।
এর আগে ভারত রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়ার পর গত নভেম্বর-ডিসেম্বরে দেশের বাজারে হু হু করে বেড়েছিল পেঁয়াজের দাম। এরপর দেশি আগাম বা মুড়িকাটা পেঁয়াজ বাজারে ওঠায় দাম নিয়ন্ত্রণে আসে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন খুচরা বাজারের বেশিরভাগ দোকানেই নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। পুরনো পেঁয়াজের কেজি ৯০ টাকা। তবে কৃষি বিপনণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজধানীর বাজারে দেশি পেঁয়াজের পাইকারি মূল্য বলা হয়েছে ৭৫ থেকে ৮৫ টাকা।
টিসিবির তথ্যমতে, সোমবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগরের বিভিন্ন বাজারে দেশি (নতুন) পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে। যা গত সপ্তাহে ছিল ৭৫-৮০ টাকা কেজি। এ ছাড়া আমদানিকৃত পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০- ১২০ টাকা কেজিতে। একসপ্তাহ আগেও এই পেঁয়াজ ছিল ১০০ টাকার নিচে।
এদিকে পাবনার সুজানগর ও সাঁথিয়া উপজেলায় পেঁয়াজের দাম গত কয়েকদিনে কেজিতে বেড়েছে ১৫ টাকা। এখন দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকায়।
দিনাজপুরের ফুলবাড়ীতে এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে প্রকারভেদে ২৫ থেকে ৩০ টাকা। গত এক সপ্তাহ আগে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৪৫ থেকে ৫০ টাকায়। একই পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ কেজি দরে।
সরবরাহ কমের অজুহাতে দিনাজপুরের হিলিতে ফের দেশীয় পেঁয়াজ কেজি প্রতি বেড়েছে ১৫ টাকা। দেশি মুড়িকাটা পেঁয়াজ ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা বলছেন সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়ছে দেশীয় পেঁয়াজের। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।
কৃষক ও পেঁয়াজ ব্যবসায়ীরা জানিয়েছেন, মাসদেড়েক আগে থেকেই বাজারে উঠতে শুরু করেছে আগাম বা মুড়িকাটা পেঁয়াজ। এর বেশির ভাগই ইতিমধ্যে তোলা হয়েছে। এর ফলে বাজারে এই জাতের পেঁয়াজের সরবরাহ কমতে শুরু করেছে। ফলে বাড়ছে মুড়িকাটা পেঁয়াজের দাম।