মঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

৪০ টাকায় আলু বিক্রি করবে টিসিবি

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ১৯, ২০২৪ ৮:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বাজার নিয়ন্ত্রণে নিয়মিত পণ্যের পাশাপাশি ৪০ টাকা কেজি দরে আলু বিক্রি করবে সরকারি বিপণন সংস্থা টিসিবি।

ঢাকার কারওয়ান বাজারে টিসিবি কার্যালয়ের সামনে বুধবার সকাল সাড়ে ৯টায় আলু বিক্রির কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

এদিন থেকে ঢাকার বিভিন্ন স্থানে ৫০টি ট্রাকে করে আলু বিক্রি হবে। একজন ক্রেতা তিন কেজি করে কিনতে পারবেন বলে টিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে চাল, পেঁয়াজ, তেলের পাশাপাশি আলুর দামও বেশ চড়েছে। খুচরায় প্রতি কেজি পুরনো আলু ৭০ টাকায় বিক্রি হচ্ছে। নতুন আলু এখনও প্রতি কেজি ১০০ টাকার ওপরে।

টিসিবি ঢাকায় ৫০টি ট্রাকের পাশাপাশি চট্টগ্রাম অঞ্চলেও ২০টি ট্রাকের মাধ্যমে কম দামে পণ্য বিক্রি করবে।

ভোক্তা টিসিবির ট্রাক থেকে ১০০ টাকা লিটার দরে ২ লিটার ভোজ্যতেল, ৬০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল কিনতে পারছেন।

সর্বশেষ - জাতীয়