নিজস্ব প্রতিবেদক :
সাপ্তাহিক অপরাধচিত্র পত্রিকার নির্বাহী সম্পাদক মো. আলমগীর হোসেন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা ঝাটিবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাকে বরিশাল এপোলো পাসপাতালে নেয়া হয়েছে।
অপরাধচিত্র পত্রিকার মির্জাগঞ্জ প্রতিনিধি সাইফুল ইসলাম জানান, সকাল ৭টার দিকে পটুয়াখালীর মির্জাগঞ্জ থেকে একটি মাহিন্দ্র গাড়িতে যোগে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হন । পথে মির্জাগঞ্জ উপজেলা ঝাটিবুনিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লেভেট গাড়ি মাহিন্দ্রকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন আলমগীর। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল এপোলো হসপিটানে নেয়া হয়েছে।
সাইফুল ইসলাম আরো জানান, তার বুকে ও পিঠে প্রচন্ড ব্যথা পেয়েছেন । বর্তমানে তার শ্বাস প্রশ্বাস করতে কষ্ট হচ্ছে ।