বৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫ | ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ঢাকা কলেজ–সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২১, ২০২৫ ৩:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে বৃহস্পতিবার দুপুরে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে কথাকাটাকাটির জেরে শুরু হওয়া এ ঘটনায় অন্তত দুই শিক্ষার্থী আহত হয়েছেন।

সংঘর্ষের কারণে দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত থাকে নিউমার্কেট থেকে সায়েন্সল্যাব ও আশপাশের সড়কে। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

পুলিশ জানায়, কথাকাটাকাটির পর উভয় পক্ষের শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে দুজন আহত হন এবং তাঁদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। খবর ছড়িয়ে পড়লে আরও শিক্ষার্থী ঘটনাস্থলে জড়ো হয়।

সিটি কলেজের শিক্ষার্থীরা দাবি করেছে, আহত দুজন তাঁদের কলেজের। তাঁদের অভিযোগ, ঢাকা কলেজের শিক্ষার্থীরাই প্রথম হামলা চালায়। এর প্রতিবাদে তারা বিক্ষোভ ও সড়ক অবরোধে নামে। সকালে এক দফা অবরোধের পর দুপুরে আবারও সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এতে ধানমন্ডি, নিউমার্কেট ও মিরপুর রোডসহ আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দেয়। বিকল্প সড়কগুলোতেও ভোগান্তি ছড়িয়ে পড়ে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে নিউমার্কেট ও সায়েন্সল্যাব এলাকায়। তবে সংঘর্ষ পুরোপুরি থামানো সম্ভব হয়নি এখনো।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক সাংবাদিকদের বলেন, ‘দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়েছে। আমরা ঘটনাস্থলে আছি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখা হচ্ছে।’

ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক দুপুর দুইটার দিকে সাংবাদিকদের বলেন, “সংঘর্ষের শুরুতে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল। তবে পরে যান চলাচল স্বাভাবিক হয়েছে।”

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত