নিজস্ব প্রতিবেদক :
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঢাকা সিটি কলেজে আরও দুদিনের (রবি ও সোমবার) ছুটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) দুপুরে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক কাজী নেয়ামুল হকের সই করা নোটিশে বিষয়টি নিশ্চিত করা হয়।
নোটিশে বলা হয়, অনিবার্য কারণে এবং পরিস্থিতি বিবেচনায় রোববার এবং পরদিন সোমবার (২৫ নভেম্বর) সব ক্লাস স্থগিত থাকবে।
বুধবার ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পরদিন বৃহস্পতিবার (২১ নভেম্বর) বন্ধ ছিল উভয় প্রতিষ্ঠানের ক্লাস-পরীক্ষা।
এর আগে ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ান ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত থেমে থেমে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া চলে পুরো এলাকায়।
সন্ধ্যা পৌনে ৭টায় ঢাকা কলেজ ক্যাম্পাসে কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে ঢাকা কলেজের ‘আহত দেড় শতাধিক শিক্ষার্থীর’ সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান।