নিজস্ব প্রতিবেদক :
কলেজে (অনার্স ও মাস্টার) এবং কামিল মাদরাসা’র অধ্যক্ষগনের পদমর্যাদা ও সন্মান রক্ষার্থে কম পক্ষে ২ টি ইনক্রিমেন্ট প্রধান সহ শিক্ষায় বৈষম্য নিরিসণ ও শিক্ষার সর্বস্তরে ধর্ম শিক্ষা বহাল রাখা দাবি করেন অধ্যক- উপাধ্যক্ষ ফোরাম।
গতকাল বুধবার বিকেলে পুরানা পল্টন আজাদ সেন্টারে অধ্যক্ষ- উপাধ্যক্ষ ফোরাম ও এমফিল পিএইচ.ডি ডিগ্রি অর্জন কারি সংগঠনের যৌথ উদ্দোগে এক সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষায় বৈষম্য নিরিসণ, শিক্ষার সর্বস্তরে ধর্ম শিক্ষা বহাল,কলেজে (অনার্স ও মাস্টার) এবং কামিল মাদরাসার অধ্যক্ষগনের পদমর্যাদা ও সন্মান রক্ষার্থে কম পক্ষে ২ টি ইনক্রিমেন্ট প্রধানের এই দাবি জানান।
মাদরাসায় কর্মরত পিএইচ,ডি ডিগ্রিধারী অধ্যক-উপাধ্যকদের ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষা বোর্ড,এনসিটিবি, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর,মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সহ যথাযোগ্য পদে পদায়নের জোর দাবি জানান তারা।
অনুষ্ঠানে অধ্যক্ষ- উপাধ্যক্ষ ফোরামের সভাপতি মোঃ মাইনুদ্দিন সভাপতিত্ব করেন, মহাসচিব উপাধ্যক্ষ মোঃ আবদুর রহমান সঞ্চালনা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. মোহাম্মদ আহমদ উল্লাহ, ড. মোঃ শফিকুল ইসলাম ড. মোঃ তোফায়েল উদ্দিন ড. মোঃ তরিকুল ইসলাম. ড মোঃ আবদুল্লাহ ড. মোঃ ফারুক হোসেন জনাব আবু রায়হান প্রমুখ