নিজস্ব প্রতিবেদক :
বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় বাজারে আলু সরবরাহ বৃদ্ধি ও বাজারদর স্থিতিশীল রাখতে আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (৩০ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তবে কতটি প্রতিষ্ঠানকে কী পরিমাণ আলু আমদানির অনুমতি দেওয়া হয়েছে সেটি উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আগ্রহী আমদানিকারদের বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করার অনুরোধ জানানো হয়েছে।
যদিও বাজারে আলুর সংকট এবং দাম বৃদ্ধির পর ইতিমধ্যে আলু আমদানির আগ্রহ দেখিয়ে এক প্রায় এক ডজন প্রতিষ্ঠান বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করেছে।