নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর কোতয়ালী এলাকা হতে জামায়াতে ইসলামীর বিভিন্ন সমাবেশে সক্রিয় অংশগ্রহণকারী ও নাশকতার পরিকল্পনাকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কোতয়ালী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ শাহেদ হোসেন সরকার।
সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
লালবাগ বিভাগের কোতয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার মো: শাহিনুর ইসলাম জানান, গ্রেফতারকৃত শাহেদ জামায়েত ইসলামী বাংলাদেশ এর কোতয়ালী থানার ৩৭ নং ওয়ার্ডের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিল। সে কোতয়ালী থানাসহ ঢাকা শহরে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী ও নাশকতার পরিকল্পনাকারী। সে নাশকতার অর্থযোগানদাতা ও মিছিলের লোকসমাগমকারী হিসেবে নিয়োজিত ছিল।
তাকে কোতয়ালী থানার মামলায় পুলিশ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্র্রেরণ করা হয়েছে বলেও জানান সহকারী পুলিশ কমিশনার মো: শাহিনুর ইসলাম।