বৃহস্পতিবার , ৪ জানুয়ারি ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

ঠাকুরগাঁওয়ে বয়লার বিস্ফোরণে মা-মেয়েসহ নিহত ৩

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ৪, ২০২৪ ২:৫০ অপরাহ্ণ


ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ দাসপাড়া গ্রামে রাইস মিলের (চালকল) বয়লার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১জন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকার দাসপাড়া গ্রামে সাইদুর রহমানের হাসকিং (চালকল) মিলে এ ঘটনা ঘটে। ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সেপেক্টর মো. সরোয়ার হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের দাসপাড়া গ্রামের সাগর দাসের স্ত্রী দীপ্তি দাস (৪০), মেয়ে পুজা দাস (১১) ও ভাতিজা পলক দাস (১২)।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সেপেক্টর মো. সরোয়ার হোসাইন বলেন, সকালে মিলটিতে শ্রমিকরা ধান সিদ্ধ করছিল এমন সময় হঠাৎ করে চাল কলের বয়লার বিস্ফোরণ হয়। এতে বয়লারটি ছিন্ন ভিন্ন হয়ে উড়ে গিয়ে নারী-শিশুসহ তিনজনের মৃত্যু হয়। আহত হন আরও ১জন। মুমূর্ষ অবস্থায় আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঠাকুরগাঁও থানার ওসি এসএম ফিরোজ ওয়াহিদ বলেন, মিলের বয়লার বিস্ফোরণের এ ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে।

সর্বশেষ - জাতীয়