সোমবার , ৮ জানুয়ারি ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

আটপাড়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ১২

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ৮, ২০২৪ ৭:২৩ অপরাহ্ণ

নেত্রকোণা থেকে জাহিদ হাসান :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতায় নেত্রকোণার আটপাড়ায় স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ হয়েছে। এতে ট্রাক প্রতীকের সমর্থক ১১ জন ও নৌকা প্রতীকের সমর্থক একজন আহত হয়েছে।

গতকাল রোববার রাতে উপজেলার দেওশ্রী বাজারে এ ঘটনা ঘটে। স্বতন্ত্র প্রার্থীর আহত সমর্থকরা হলেন-দেওশ্রী গ্রামের পলাশ মিয়ার ছেলে নীরব মিয়া, ছদ্দু মিয়ার ছেলে কবিরুল, আজাহারুলের ছেলে হাবিবরসহ আশ্রাব আলী, জসিম উদ্দিন, বাকী মিয়া, লিখন, কামরুল, আসাদুজ্জামান, আবির ও গোলাম হোসেন।

নৌকা প্রতীকের সমর্থক তায়েব আলী (৩৮) সহ গুরুতর আহত ৪ জনকে ময়মনসিংহ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আটপাড়া উপজেলার দেওশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা শেষে নৌকা প্রতীক ৪০৬ ভোট ও ট্রাক প্রতীক ২৭৩ ভোট পায়। ওই কেন্দ্রে নৌকা প্রতীক বিজয় লাভ করলে নৌকার সমর্থকরা বিজয় মিছিল করে দেওশ্রী বাজারে আসে। ওইখানে ট্রাক প্রতীকের সমর্থকদের দেখে নৌকা প্রতীকের সমর্থকরা উস্কানিমূলক স্লোগান দেয়। পরে রাতেই নির্বাচনী ফল ঘোষণা হওয়ার পর ট্রাকে প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইফতেকার উদ্দিন তালুকদার পিন্টু জয় লাভ করে। পরে তার সমর্থকরা বিজয় মিছিল বের করে দেওশ্রী বাজারে আসে। সেখানে নৌকার সমর্থকরা ক্ষিপ্ত হয়ে অতর্কিত সশস্ত্র হামলা চালায়। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর ১১ জন জন সমর্থক ও নৌকা প্রতীকের একজন আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তায়েব আলীসহ ৪ জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সহকারী রিটারনিং কর্মকর্তা ও আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান জানান, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা বিজয় উল্লাস করার সময় উপজেলার দেবশ্রী গ্রামের নির্বাচন পরবর্তী সহিংসতায় নৌকা প্রার্থীর সমর্থকরা তাদের উপর অতর্কিত সশস্ত হামলা চালায়। এই ঘটনার ৪ জন গুরুতর আহত হয়েছে। রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী প্রেরণ করা হয়। ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তাওহীদুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, শুনেছি ৪ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - জাতীয়