জাহিদ হাসান,নেত্রকোনা থেকে:
নেত্রকোণায় রেল ষ্টেশন, অফিস ,আদালত ও স্কুল – কলেজ প্রাঙ্গণে শুয়ে শীতে থরথর করে কাঁপছে অসংখ্য ছিন্নমূল মানুষ । ঘর বাড়ি সহায় সম্বলহীন এই শিশু,বৃদ্ধ অনেকেই রাত কাটাচ্ছেন খোলা আকাশের নীচে। ঘুমন্ত এসব মানুষের শরীরে হঠাৎ পড়িয়ে দেওয়া হচ্ছে শীতের কম্বল। কম্বল পেয়ে খুশি দরিদ্র শীর্তাত মানুষ।
টানা কয়েক দিন ধরে নেত্রকোনায় জেঁকে বসেছে শীত। সেই শীতের হাত থেকে জেলার ছিন্নমূল মানুষদের রক্ষা করতে রাতের আঁধারে ঘুরে ঘুরে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক মো: শাহেদ পারভেজ।
সোমবার রাতে জেলা সদরের মদনপুর শাহ সুলতান (রহ:) মাজার, কাংশা আশ্রায়ণ প্রকল্প, রেলস্টেশন, বাসস্টেশন, হাসপাতালসহ শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বিতরণ করেন তিনি।
জেলা ত্রাণও পুনর্বাসন অফিসার রুহুল আমিন জানান, আশ্রায়ণ প্রকল্পের প্রতিটি ঘরে ঘরে কম্বল দেয়া হয়েছে। জেলা প্রশাসক শাহেদ পারভেজ এই সমস্ত কম্বল বিতরণ করেন। সারা জেলায় এ পর্যন্ত প্রায় অর্ধলক্ষ কম্বল শীতার্তদের মাঝে বিতরণ করা হয়েছে বলে ও তিনি জানান। কম্বল বিতরণকালে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
নেত্রকোনার জেলা প্রশাসক শাহেদ পারভেজ জানান, জেলার ১০ উপজেলার হতদরিদ্র ছিন্নমূল মানুষের মাঝে ইতিমধ্যে সাড়ে ৪৭ হাজার ৫ শ’ কম্বল বিতরণ করা হয়েছে। পর্যায় ক্রমে আরো শীতবস্ত্র বিতরণ করা হবে ।