নিজস্ব প্রতিবেদক :
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মহা ভুল করেছে। এখন উপলব্ধি করতে পেরে মাথায় হাত দিয়েছে। তারা বুঝতে পারছে যে, নির্বাচন বর্জন করা তাদের ভুল সিদ্ধান্ত ছিল। বিএনপি এখন পথহারা পথিকের মতো দিশেহারা।
বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
বক্তব্যে বিএনপির ‘কালো পতাকা’ মিছিল অবৈধ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, পুলিশের অনুমতি ছাড়া কোনো কর্মসূচি হতে পারে না। তিনি বলেন, বিএনপির বক্তব্যে দেশের মানুষের কোনো আগ্রহ নেই, কাজেই তাদের নিয়ে আমাদেরও কোনো আগ্রহ থাকার কথা নয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সংসদের প্রথম অধিবেশনে অন্যান্য দেশের প্রতিনিধিদের সাথে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস উপস্থিত ছিলেন। হাস আগামীতেও বাংলাদেশের সাথে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন বলেও জানিয়েছেন তিনি।
বক্তব্যে সংসদের সংরক্ষিত মহিলা আসন নিয়েও কথা বলেছেন ওবায়দুল কাদের। বলেন, স্বতন্ত্রদের পক্ষ থেকে সংসদ নেতাকে সংরক্ষিত আসনের বিষয়ে দায়িত্ব দেয়া হয়েছে। সংসদ সদস্যদের হিসেবে আওয়ামী লীগ সংরক্ষিত আসনে ৪৭ অথবা ৪৮টি আসন বরাদ্দ পাবে বলেও আশা ব্যক্ত করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।


















