রাজশাহী প্রতিনিধি :
রাজশাহী রেল স্টেশনে ধূমপানে বাধা দেওয়ায় বিনা টিকেটের এক যাত্রীর ঘুষিতে আনসার সদস্য নিহত হয়েছেন। ওই যাত্রীকে আটক করেছে রেল পুলিশ।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে বলে জানান রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার আব্দুল করিম।
নিহত আনসার সদস্য মাইনুল ইসলাম (৪৫) গোদাগাড়ী উপজেলার মাঙ্গনপুর গ্রামের জয়েন উদ্দীনের ছেলে।
এ ঘটনায় আটক তানজীর রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র। ট্রেনে পঞ্চগড়ের বাংলাবান্ধা যাওয়ার উদ্দেশে তিনি স্টেশনে এসেছিলেন।
স্টেশন ম্যানেজার আব্দুল করিম বলেন, রাত ৯টার দিকে বিনা টিকিটে ঢুকে স্টেশনের প্লাটফর্মে ঘোরাঘুরি ও ধূমপান করছিলেন এক যুবক।
ওই সময় স্টেশনে কর্তব্যরত আনসার সদস্য মাইনুল ইসলাম তাকে ধূমপানে নিষেধ ও বের হয়ে যেতে বলেন। এই নিয়ে তারা তর্কাতর্কিতে জড়ান; এক পর্যায়ে ওই যুবক আনসার সদস্যকে ঘুষি মারেন।
এতে ঘটনাস্থলেই তিনি পড়ে যান। পরে সেখান থেকে উদ্ধার করে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রেলওয়ে থানার ওসি গোপাল কুমার বলেন, এ ঘটনায় যুবককে আটক করা হয়েছে। তবে সেখানে কী ঘটেছে বা কীভাবে মাইনুলের মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি বলেন, নিহতের মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।