নিজস্ব প্রতিবেদক :
বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল কারামুক্ত হয়েছেন।
বুধবার বিকাল পৌনে চারটার দিকে তিনি কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
মোয়াজ্জেম হোসেন আলাল নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমি শারীরিকভাবে অসুস্থ। জামিন পেয়েও কারামুক্ত হতে নানা ভোগান্তি হয়েছে। সরকারের নানা বাহানা ও দমন-পীড়নের মধ্যেই কারামুক্ত হয়েছি।’
উল্লেখ্য, রাজধানীর পল্টন থানার এক মামলায় ৩১ অক্টোবর শাহজাহানপুরের একটি বাসা থেকে মোয়াজ্জেমকে গ্রেফতার করে পুলিশ।