চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালীতে শব্দ দূষণ ও বায়ু দূষণের অপরাধে দুই ট্রাক চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২০ মার্চ) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার আরাকান সড়কের মিলিটারি পুল এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ফাতেমা চৌধুরী। এ সময় পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক উর্মি সরকার উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, হাইড্রোলিক হর্ন বাজিয়ে শব্দ দূষণ করায় এক কাভার্ড ভ্যান চালককে পরিবেশ সংরক্ষণ আইনে ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া অনাবৃত অবস্থায় বালু পরিবহন করে বায়ু দূষণ করায় আরেক মিনি ট্রাক চালককে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।