বৃহস্পতিবার , ২১ মার্চ ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

রাজনৈতিক ইস্যুগুলোকে হস্তক্ষেপের মাধ্যমে সমাধান করতে হবে: চবি উপাচার্য

প্রতিবেদক
Newsdesk
মার্চ ২১, ২০২৪ ১:৫৫ অপরাহ্ণ


চবি প্রতিনিধি :

বিশ্ববিদ্যালয়ে চলমান ছাত্র রাজনীতির রাজনৈতিক অস্থিরতার ব্যাপারে উপাচার্যের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, রাজনৈতিক ইস্যুগুলোকে রাজনৈতিকভাবে সমাধান করতে হবে।

বৃহস্পতিবার (২১ মার্চ) উপাচার্যের সিনেট ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সাংবাদিকের দেয়া এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ছাত্র রাজনীতির ইস্যুগুলো সমাধান করতে হলে মূল জায়গায় হস্তক্ষেপের মাধ্যমে তা সমাধান করতে হবে। রাজনীতি যেখান থেকে নিয়ন্ত্রিত হয় সেখানে হাত দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমি তিনটা বিষয় নিয়ে কাজ করব শিক্ষা,গবেষণা এবং উন্নয়ন। আমাদের প্রথম প্লান টিম ম্যানেজম্যান্ট। কেউ যদি মনে করে আমি শুধু একা গোল দিব তাহলে হবে না, পুরো টিমকে কাজে লাগাতে হবে। বিশ্ববিদ্যালয়ের সুইপার থেকে ভিসি পর্যন্ত সবাই একসাথে কাজ করতে হবে।

দ্বিতীয়ত, শিক্ষার মানের উপর গুরুত্ব দেয়া হবে, তার জন্য বিশ্ববিদ্যালয়ে পড়ার উপযোগী ছাত্র নিতে হবে। যোগ্যতার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ দেয়া হবে। একজন অযোগ্য ব্যক্তিকে নিয়োগ দিলে সে ৪০ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের ক্ষতি করবে। এমনটা হতে দেয়া হবে না। তারপর তিনি গবেষণার উপর গুরুত্ব দেন।

তিনি বলেন, জ্ঞান সৃষ্টি করতে প্রয়োজন গবেষণা। বিশ্ববিদ্যালয়ে গবেষণা সংস্কৃতি তৈরি করতে হবে। গবেষণায় উৎসাহ প্রদানে তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেউ কোনো রিসার্চ ভালো কোনো জার্নালে প্রকাশ করতে পারলে তাকে পুরস্কৃত করব।

তিনি সেখানে উপস্থিত থাকা সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্ষতি হয় এমন কোনো নিউজ তোমরা করো না। বাবা-মা’র সাথে সম্পর্কেটা যেমন তোমার বিশ্ববিদ্যালয়ের সম্পর্কটাও তেমন। এমনি বিশ্ববিদ্যালয়ের অনেক ক্ষতি হয়ে গেছে আর নয়। এখন সময় সম্মিলিতভাবে একসাথে কাজ করার।

প্রসঙ্গত, গত ১৯ ই মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আবু তাহেরকে। দায়িত্ব পাবারর পর সাংবাদিকদের সাথে এটাই ছিল তাঁর প্রথম মতবিনিময় সভা।

সর্বশেষ - জাতীয়