রাজবাড়ী প্রতিনিধি :
কালোবাজারিরা রেল ও দেশকে ধ্বংস করতে চায় বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম। রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আজ মঙ্গলবার সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা শেষে তিনি এ মন্তব্য করেন।
জিল্লুল হাকিম বলেন, কালোবাজারিরা রেল ও দেশকে ধ্বংস করতে চায়। এরা অন্য কারও সহযোগিতা নিয়ে রেলকে ক্ষতি করতে চায়।
রেলমন্ত্রী বলেন, রেলের টিকিট কালোবাজারিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এরই মধ্যে ওই সিন্ডিকেটের বেশ কয়েকজন নেতাকে ধরা হয়েছে। কালোবাজারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স রয়েছে।
কালোবাজারিদের কাছ থেকে টিকিট না কাটার জন্য দেশবাসীকে অনুরোধ করেন রেলমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সহসভাপতি মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার প্রমুখ।