মঙ্গলবার , ২৫ জুন ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে ৪ ককটেল বিস্ফোরণ

প্রতিবেদক
Newsdesk
জুন ২৫, ২০২৪ ৯:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পরপর চারটি ককটেল বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় তিনজন পথচারী আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২৫ জুন) বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা এমনটা করেছেন, সে বিষয়ে বিএনপির পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

এদিকে, এই ঘটনার পর বিএনপি কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ প্রসঙ্গে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মোল্লা বলেন, কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা আমরা নিশ্চিত নই। তবে বিকট শব্দ পেয়েই ঘটনাস্থলে এসেছে পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

.

সর্বশেষ - জাতীয়