রবিবার , ১৪ জুলাই ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

রোহিঙ্গা ক্যাম্পোর পুলিশের সঙ্গে আরসার গোলাগুলি

প্রতিবেদক
Newsdesk
জুলাই ১৪, ২০২৪ ৫:৪৩ অপরাহ্ণ


কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের উখিয়ার ৪-এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশের সঙ্গে আরসা সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক এপিবিএন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার ভোরে উপজেলার মধুরছড়া ৪-এক্সটেনশন নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-ব্লকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ পুলিশ সদস্যের নাম মো. শাহরাজ (২৫)। তিনি এপিবিএনের মধুরছড়া পুলিশ ক্যাম্পে কনস্টেবল পদে কর্মরত।

৮-এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মোহাম্মদ ইকবাল বলেন, ভোরে ক্যাম্পের ওই ব্লকে এপিবিএন পুলিশের ৯ সদস্য নিরাপত্তায় নিয়োজিত ছিল। এক পর্যায়ে ক্যাম্পের কাঁটাতারের সীমানার বাহির থেকে ৩০ থেকে ৩৫ জন আরসার সদস্য প্রবেশ করে অতর্কিতভাবে তাদের ওপর গুলি ছোড়ে। আত্মরক্ষায় এপিবিএন সদস্যরাও পালটা গুলি ছুড়ে। গোলাগুলির এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে শাহরাজডান উরু ও ডান হাতের আঙ্গুলে আঘাত পায়।

তিনি বলেন, গোলাগুলি থেমে গেলে গুলিবিদ্ধ এপিবিএন সদস্যকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এসময় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠায়।

ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলেও জানান মোহাম্মদ ইকবাল।

সর্বশেষ - জাতীয়