শুক্রবার , ২ আগস্ট ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

রাজবাড়ীতে বাস-ট্রা‌কের সংঘ‌র্ষে নিহত ৩, আহত ১০

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২, ২০২৪ ৩:৪৭ অপরাহ্ণ

রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ীর আলাদীপুরে বাস-ট্রা‌কের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে ট্রাকের সহকারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অন্তত ১০ জন। এর ম‌ধ্যে আশঙ্কাজনক অবস্থায় ফ‌রিদপু‌র বঙ্গবন্ধু শেখ মু‌জিব মে‌ডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (২ আগস্ট) সকাল ৮টার দি‌কে রাজবাড়ী-কু‌ষ্টিয়া আঞ্চ‌লিক মহাসড়কের আলাদীপুর কা‌রিগ‌রি প্রশিক্ষণ কে‌ন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন রাজবাড়ী শহর সমাজসেবা অফিসের সমাজকর্মী ও সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের বাসিন্দা বি এম নাজিম উদ্দিন (৫০), ট্রাকের হেলপার সাকিব (২০) এবং অপরজন‌ অজ্ঞাত (৫০)

জানা‌ গে‌ছে, রাজবাড়ীমু‌খী এক‌টি সি‌মেন্টবোঝাই ট্রাক আলাদীপুর কা‌রিগ‌রি প্রশিক্ষণ কে‌ন্দ্রের সাম‌নে আস‌লে বিপরীত দি‌কে থেকে ফ‌রিদপুরগামী আমানত শাহ না‌মে এক‌টি যাত্রীবা‌হী বা‌সের মু‌খোমুখি সংঘ‌র্ষে হয়। এতে ঘটনাস্থ‌লে একজনের মৃত‌্যু হয়। পরে আরও ‍দুজন মারা যান।

প্রত্যক্ষদর্শী ইকবাল হোসেন বলেন, কুষ্টিয়া থেকে ফরিদপুরগামী যাত্রীবাহী লোকাল বাসটি রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্টবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায় ও বাসটি রাস্তার পাশে একটি দোকানে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই বাসের সহকারী নিহত হন। আহত হন ট্রাকের চালক, সহকারী ও বাসের যাত্রীসহ অন্তত ১০ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠায়।

রাজবাড়ী জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানান, আহত অবস্থায় ৫ জনকে রাজবাড়ী সদর হাসপাতালে আনা হয়। এদের মধ্যে বি এম নাজিম উদ্দিন নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে নেওয়ার পথে মারা যান তিনি। বাকি ৪ জনের মধ্যে দুজনকে ভর্তি এবং দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে ভর্তি থাকা দুজনের মধ্যে ট্রাকের সহকারী সাকিব মারা যান।

আহলাদীপুর হাইও‌য়ে থানার এসআই জু‌য়েল শেখ দুর্ঘটনার বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে জানান, বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত