নিজস্ব প্রতিবেদক :
সিন্ডিকেট করে অর্থ আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগে পল্টন থানায় সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ, সাবেক সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনসহ ১০৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পল্টন থানায় মামলাটি দায়ের করেন আলতাব খান।
মামলার তাদের বিরুদ্ধে ২৪ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।