মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যৌথ বাহিনীর অভিযানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিএম সিরাজুল ইসলাম ভাট্রিকে আটক করা হয়েছে।
শনিবার বিকেলে শ্রীমঙ্গলের একটি আবাসিক হোটেলে পরিবার নিয়ে অবস্থানকালে তাঁকে আটক করা হয়।
পুলিশের ভাষ্য, গোপন সংবাদে জানা যায় ঢাকা সিটি কর্পোরেশনের একজন কাউন্সিলর শ্রীমঙ্গলের রাধানগর গ্রামের একটি আবাসিক হোটেলে অবস্থান করছেন। এরপর মৌলভীবাজার পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টিম ওই হোটেলে অভিযান চালায়। এ সময় হোটেলের ৩১০ নম্বর কক্ষ থেকে ভাট্রিকে আটক করা হয়।
মৌলভীবাজার পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন গণমাধ্যমকে বলেন, ‘ওই রিসোর্টে সিরাজুল ইসলাম অবস্থান নিয়ে মূলত ভারতে পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি আজ বা কালকের মধ্যেই সীমান্ত দিয়ে ভারত পালিয়ে যেতে চেয়েছিলেন। তিনি যে কক্ষে অবস্থান করছিলেন সেই কক্ষ থেকে প্রায় আড়াই লাখ টাকা জব্দ করা হয়েছে।’
পুলিশ সুপার আরও বলেন, ‘আটক ভাট্রির বিরুদ্ধে সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের ওপর হামলার ঘটনায় ঢাকা মুগদা থানায় হত্যা মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলাও আছে। আটক কাউন্সিলর ভাট্রি বর্তমানে শ্রীমঙ্গল থানা হেফাজতে রয়েছেন৷’