নিজস্ব প্রতিবেদক :
মন্দিরে হামলা ও নির্যাতন রোধে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে সম্মিলিত সংখ্যালঘু জোট। আজ শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে গণসমাবেশ থেকে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনসহ মোট আট দফা দাবি জানিয়েছে তারা।
শুক্রবার দুপুরের পর রাজধানীর বিভিন্ন স্থান থেকে ব্যানার-প্লাকার্ড হাতে মিছিল নিয়ে জড়ো হন হিন্দু ধর্মাবলম্বীরা। সাড়ে তিনটার দিকে শঙ্খ বাঁজিয়ে সমাবেশ শুরু করা হয়।
এসময় বক্তারা দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন, দুর্গাপূজায় পাঁচ দিন ছুটিসহ নানা দাবি তুলে ধরেন।
এ ছাড়া অবিলম্বে সংখ্যালঘু মন্ত্রণালয় এবং সুরক্ষা আইন প্রণয়নের কথাও বলেন তারা। পাশাপাশি, দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সরকারের কাছে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয় জোটের পক্ষ থেকে।