শনিবার , ২৩ নভেম্বর ২০২৪ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

চলচ্চিত্রে কাজ করার প্রসঙ্গে যা বললেন কেয়া পায়েল

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ২৩, ২০২৪ ৫:৩৮ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক :

ইন্দুবালা সিনেমায় অভিনয়ের মাধ্যমে শোবিজে পথ চলা শুরু বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ২০১৯ সালে মুক্তি পায় সিনেমাটি। এতে আনিসুর রহমান মিলনের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। এরপর আর কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। বর্তমানে নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত অভিনেত্রী। এবার চলচ্চিত্রে কাজ করা নিয়ে কথা বলেছেন তিনি।

সম্প্রতি একটি গণমাধ্যমে অভিনেত্রী বলেন, আমি কখনোই বলিনি সিনেমা করব না। ভালো গল্প ও চিত্রনাট্য পেলে অবশ্যই চলচ্চিত্রে কাজ করব।

এদিকে কিছুদিন আগে অবকাশযাপন শেষে দেশে ফিরেছেন কেয়া। এসেই অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী। এ ছাড়া ভালোবাসা দিবসকে সামনে রেখে নাটকের ব্যস্ততা বেড়েছে তার।

এর মধ্যে নির্মাতা মহিদুল মহিমের পরিচালনায় ‘দ্বিধা’ নামের একটি নাটকে কাজ করেছেন কেয়া। এ প্রসঙ্গে তিনি বলেন, নাটকটির গল্প অনেক ভালো। শুটিংয়ে অনেক সময় দিয়েছি যেন কাজটি ভালো হয়। গল্পটিকে যতটা ভালোভাবে ফুটিয়ে তোলা যায় সে চেষ্টাই করা হয়েছে। নাটকটি নিয়ে অনেক বেশি প্রত্যাশা রয়েছে।

সর্বশেষ - জেলার খবর