নিজস্ব প্রতিবেদক :
আজ বুধবার শাহবাগ থানায় ও মোহাম্মদপুর থানার হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
নতুন করে আরো একবার একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। রাজধানীর বিভিন্ন থানার হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জাসদ সভাপতি ও সাবেক তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকালে আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে একাধিক মামলায় গ্রেপ্তারের আবেদন করে পুলিশ।
সকালে কারাগার থেকে তাঁদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আনা হয়। এরপর তাঁদের সিএমএম হাজতখানায় রাখা হয়। পরে তাঁদের আদালতের এজলাসে ওঠানো হয়।
শাহবাগ থানায় হত্যা মামলায় আনিসুল–পলক ছাড়াও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তবে আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীনের দাবি, একই আসামিদের বিভিন্ন মামলায় একের পর এক গ্রেপ্তার দেখানো মানবাধিকার লঙ্ঘনের শামিল।