রবিবার , ২৯ ডিসেম্বর ২০২৪ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

অস্থায়ী পাস নিয়ে সোমবার থেকে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ২৯, ২০২৪ ৬:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

অস্থায়ী পাস নিয়ে আগামীকাল সোমবার থেকে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা। রবিবার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নেতৃবৃন্দ।

বৈঠকের পর এক বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের এ তথ্য জানায় তথ্য অধিদপ্তর।

বৈঠকে সংগঠনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক মাসউদুল হক দাবী জানান, বিএসআরএফ সদস্যসহ সচিবালয় বিটে নিয়মিত কর্মরত সাংবাদিকরা যেন আগের মতো সচিবালয়ে প্রবেশ করতে পারেন। এ দাবির পরিপ্রেক্ষিতে উপদেষ্টা জানান, বিএসআরএফের সদস্যসহ সচিবালয় বিটে নিয়মিত কর্মরত সাংবাদিকরা আগামীকাল (সোমবার) অস্থায়ী পাসের মাধ্যমে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন।

সাধারণ সম্পাদক মাসউদুল হক দাবি জানিয়ে বলেন, “বিএসআরএফ সদস্যসহ সচিবালয় বিটে যারা নিয়মিত দায়িত্ব পালন করেন, তাদের কার্ড যেন বাতিল না করা হয়।” বিএসআরএফ সদস্যদের স্থায়ী কার্ড পাওয়ার ক্ষেত্রে পিআইডি থেকে পাঠানো আবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ‍্যমে পুলিশের এসবি ও এনএসআইয়ের তদন্তের পর প্রাপ্ত কার্ড বাতিল না করার দাবি জানালে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যেহেতু সকল কার্ড বাতিল করা হয়েছে, তাই নতুন করে আবেদন করতে হবে, এটি উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত।

উপদেষ্টা আরও জানান, সাংবাদিকদের জন্য নতুন করে প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করবে সরকার। এ উদ্যোগ বাস্তবায়ন করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য অধিদপ্তর। এছাড়া, এই কার্ড ডিজিটাল করার পরিকল্পনা রয়েছে সরকারের।

বিএসআরএফের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাবের নেতৃত্বে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন- বিএসআরএফ সাধারণ সম্পাদক মাসউদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী আজাদ মাসুম, সাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম, অর্থ সম্পাদক শফিউল্লাহ সুমন, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন (রাকিব), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ফারুক আলম, কার্যনির্বাহী সদস্য ঝর্ণা রায়, উবায়দুল্লাহ বাদল, মিজানুর রহমান চৌধুরী, মাহমুদ আকাশ, মো. রাকিব হাসান, মহসীনুল করিম লেবু, আয়নাল হোসেন।

এছাড়া, আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য এম এ নোমান. আমিরুল ইসলাম, শাহনাজ বিশ্বাস ইয়াসমিন, আসাদ আল মাহমুদ, মো. আরীফ হোসেন, মো. শামছুল ইসলাম, হাসিফ মাহমুদ শাহ এবং ইসমাইল হোসাইন রাসেল।

মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এর পরিপ্রেক্ষিতে তদন্তের স্বার্থে দর্শনার্থী, সাক্ষাৎপ্রার্থী ও সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশে নিষেধ করা হয়েছিল।

এতে আরও বলা হয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অ্যাক্রিডিটেশন কার্ড পুনঃমূল্যায়ন করা হচ্ছে। খুব শীঘ্রই নতুন করে স্থায়ী বা অস্থায়ী অ্যাক্রিডিটেশন কার্ড বা পাস ইস্যু করা হবে। আগামীকাল সোমবার থেকে সাংবাদিকদের অস্থায়ী পাস প্রদান করা হবে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

মার্চেই হাসিনার বিরুদ্ধে বিশেষ মামলার প্রতিবেদন: চিফ প্রসিকিউটর

দুর্নীতির বিরুদ্ধে অভিযান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে না : প্রধানমন্ত্রী

বরিশালে ডায়াগনস্টিক সেন্টারসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

বড়দিনে আতশবাজি, পটকা ফুটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ

চট্টগ্রামে বাসের ধাক্কায় স্কুলশিক্ষার্থী ভাই-বোনসহ নিহত ৩

শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে জনগণ: সংস্কার কমিশন

সবজির বাজারে স্বস্তি নেই, মুরগি আগের দামেই

সাজা শেষেও দেশের কারাগারে বন্দি ১৫৭ বিদেশি

স্ত্রীর মামলায় ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্ত্রীর মামলায় ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা