রবিবার , ৫ জানুয়ারি ২০২৫ | ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

সিকিমে ভেঙে পড়ল সেতু, বহু পর্যটক আটকা

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ৫, ২০২৫ ৩:১১ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের জনপ্রিয় পর্যটন স্পট উত্তর সিকিমের লাচুংয়ে একটি লোহার সেতু ভেঙে পড়েছে। উত্তর সিকিমের লাচুং ও মাউন্ট কাটাউয়ের মধ্যে এটি প্রধান সংযোগকারী সেতু।

শনিবার (৪ জানুয়ারি) একটি মালবাহী গাড়ি সেতুটি পার হওয়ার সময় সেটি ভেঙে পড়ে। এ ঘটনায় মাউন্ট কাটাউতে অনেক পর্যটক আটকা পড়েছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ এই সেতু ভেঙে পড়ায় কাটাউ ও লাচুংয়ের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেনাবাহিনীর তৎপরতায় সেতু মেরামতের কাজ চলছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার একটি ছোট মালবাহী গাড়ি লোহার সেতুটি পার হওয়ার সময় গাড়িটির চালক লক্ষ্য করেন সেতুটির একাংশ একদিকে কাত হতে শুরু করেছে এবং নিচের পাটাতনের অংশ ভাঙতে শুরু করেছে। বিপদ পরিস্থিতি বুঝতে পেরে গাড়ির চালক দ্রুত গাড়িটি সেতুর ওপর থামিয়ে দিয়েই গাড়ি থেকে বেরিয়ে আসেন। ভাঙতে থাকা লাচুং সেতুটি কোনোক্রমে পায়ে হেঁটে পার করে নিরাপদ জায়গায় পৌঁছান। এরপরেই চালকসহ স্থানীয়দের নজরে আসে সিমেন্টের পোল থেকে বেশ কয়েক ফুট নিচে ঝুলছে লোহার সেতুটি। ক্ষতিগ্রস্ত ভেঙে পড়া লাচুং সেতু সংযোগকারী রাস্তাটি আপাততভাবে বন্ধ রাখা হয়েছে।

এদিকে, এ ঘটনায় উত্তর সিকিমে বেড়াতে আসা পর্যটকরা বিপাকে পড়েছেন। মাউন্ট কাটাউ প্রায় দেড় শতাধিক পর্যটক আটকা পড়েছেন। সিকিম প্রশাসন বিকল্প পথে সেতু বিপর্যয়ে আটকে পড়া পর্যটকদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত