রবিবার , ২৬ জানুয়ারি ২০২৫ | ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

খুলনায় পাউবোর ওয়ার্কশপে উন্নয়নকাজে অনিয়ম হয়নি দাবী ঠিকাদারের

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২৬, ২০২৫ ৫:৫১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

খুলনার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) যান্ত্রিক ওয়ার্কশপের উন্নয়নে কোন অনিয়ম হয়নি বলে দাবী করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রোপ্রাইটার মোঃ আনোয়ার হোসেন ।

রোববার দুপুরে খুলনা নগরীর জোড়াগেট এলাকায় পাউবোর ওয়ার্কশপে সামনে সাংবাদিকদের এ দাবী করেন।

তিনি জানান, ৩২ লাখ ৯৬ হাজার টাকার প্রকল্পে ২৬ লাখ টাকারই কাজ হয়নি এমন অভিযোগের ভিত্তিতে গত মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে নগরীর জোড়াগেট এলাকায় পাউবোর ওয়ার্কশপে অভিযান চালায় দুদক।

ঠিকাদার প্রতিষ্ঠানের দাবী, ভিত্তিহীন তথ্যের ভিত্তিতে অসৎ উদ্দেশ্যে এ অভিযান পরিচালিত হয়েছে।

অভিযান পরিচালনা শেষে উপ-পরিচালক মোঃ আব্দুল ওয়াদুদ বলেন, নানা অনিয়ম হয়েছে এই প্রকল্পে। অনেক কাজ একেবারেই হয়নি। ৩২ লাখ ৯৬ হাজার ১০১ টাকার প্রকল্পে ২৬ লাখ টাকারই কাজের হিসাব পাওয়া যায়নি। অথচ পুর টাকারই বিল তুলে নেয়া হয়েছে। এ বিষয়ে উক্ত প্রকৌশলীর বিরুদ্ধে দুদক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

সংশ্লিষ্ট দপ্তরে খোঁজ নিয়ে জানা যায়, ঠিকাদারী প্রতিষ্ঠান, দুদক এফোর্সমেন্ট চলাকালিন সময় প্রকল্পের কাজ চলমান ছিল এবং এই রিপোর্ট লেখাকালীন সময়ে প্রকল্পের কাজটি ঠিকাদার সম্পন্ন করেছেন। খুলনার পাউবোর আঞ্চলিক হিসাব কেন্দ্রীয় উপ পরিচালক সাবরিন জাহানের সই করা একটি বিল ভাউচারে দেখা যায়, সংশ্লিষ্ট কাজের ৬০% সম্পন্ন হলে ঠিকাদারকে ৩২,৯৬,০০০ টাকার বিলের বিপরীতে ১২,০৭,৪৯০ টাকার চেক প্রদান করা হয়েছিল। সংশ্লিষ্ট কাজের সবগুলো আইটেমের কাজ এ রিপোর্ট লেখাকালীন সময় সম্পন্ন হয়েছে জানায় নির্বাহী প্রকৌশলী।

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রোপ্রাইটার মোঃ আনোয়ার হোসেন বলেন, কোন একটি কুচক্রি মহলের চাপে দুদক অভিযান চালিয়েছে বলে তিনি জানায়।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

‘হামাস’ ধ্বংসের দ্বারপ্রান্তে

ধানমন্ডি ৩২ নম্বরে উত্তেজনা, পুলিশের ৩ গাড়ি ভাঙচুর

আওয়ামী লীগের চেয়ে জুলুমবাজ আর নেই: জামায়াত আমির

সচেতন না হলে ১০টি বার্ন হাসপাতাল করেও প্রাণ বাঁচানো যাবে না: স্বাস্থ্যমন্ত্রী

প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনী রোডম্যাপ চেয়েছে বিএনপি

বিডিআর হত্যাকাণ্ডে দেশি-বিদেশি ষড়যন্ত্র চিহ্নিত করা হবে: বৈঠক শেষে কমিশন প্রধান

১৭ হাজার কর্মী মালয়েশিয়া যেতে পারেনি, দায়ীদের খুঁজছে তদন্ত কমিটি: প্রতিমন্ত্রী

মধ‍্যরাতের সংবাদ সম্মেলনই বলে দেয় সরকারের অবস্থা ভয়াবহ: দুদু

ওরিয়ন গ্রুপের স্বত্বাধিকারী ওবায়দুল করিমের ব্যাংক হিসাব জব্দ

হাসিনাসহ রেহানা পরিবারের বিরুদ্ধে ৩ মামলায় ৫৪ জনের সাক্ষ্য সমাপ্ত