মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি ২০২৫ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ সুবা নওগাঁ থেকে উদ্ধার

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ৪, ২০২৫ ৭:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ কিশোরী আরাবি ইসলাম সুবাকে (১১) নওগাঁ থেকে উদ্ধার করেছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের আদাবর থানা, ডিবি পুলিশ ও র‍্যাব। এ সময় এক তরুণকে আটক করা হয়।

আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে নওগাঁ শহরের আরজি মধ্যপাড়া থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ ও র‌্যাব।

উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী।

ওসি জানান, ঢাকা থেকে সুবা মিসিং হয়েছে এমন একটি তথ্য আমাদের কাছে ছিল। সে নওগাঁয় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে আরজি নওগাঁ মধ্যপাড়া এলাকায় সুবার কথিত প্রেমিক মুমিনের বাসায় অভিযান চালানো হয়। পরে মমিনের বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করেন সুবা তাদের কাছে রয়েছে। এরপর মুমিনের পাশের বাড়ি থেকে সুবাসহ মুমিনকে আটক করে পুলিশ এবং র‌্যাব-৫। এরপর র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পে তাদের দুজনকে নেওয়া হয়।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসায় সুবা স্বীকার করে, টিকটকের সুবাদে তাদের দুজনের পরিচয় হয়। তবে এ বিষয়ে যেহেতু আমাদের বেশি কিছু জানা নেই। পরবর্তী সময়ে তাদের দুজনকে জিজ্ঞাসাবাদাদের মাধ্যমে বিস্তারিত জানা যাবে।

এর আগে গত রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বয়সে ছোট ফুফাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয়ে মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকা থেকে ‘নিখোঁজ’ হয় সুবা। তার অবস্থান শনাক্ত করেছে পুলিশ। আজ বিকেল ৩টার দিকে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।

সুবার নিখোঁজের ঘটনায় গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সুবার বাবা ইমরান রাজীব। এরপর তার খোঁজে নামে পুলিশ।

ডিসি ইবনে মিজান বলেন, ‘আমরা সুবার অবস্থান শনাক্ত করেছি। সে বর্তমানে নওগাঁতে তার আত্মীয়ের বাসায় আছে। সেখানে তার বাবা যাচ্ছেন। এরপর তাকে থানায় আনবেন তার বাবা।’

আদাবর থানা-পুলিশ বলছে, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, একজন ছেলের হাত ধরে চলে যায় সুবা। ওই ছেলের মোবাইলফোন নম্বরের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে মেয়েটিকে উদ্ধারে চেষ্টা চলছে। মোবাইলফোন নম্বরের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে মেয়েটির অবস্থান শনাক্ত করা হয়।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ফেব্রুয়ারিতেই সব বই পাবে শিক্ষার্থীরা: শিক্ষা উপদেষ্টা

১ নভেম্বর আখাউড়া-আগরতলা রেলপথের উদ্বোধন

‘সংখ্যালঘুদের অন্ধকার সময়ে আশার আলো জাগাচ্ছে সেনাবাহিনী’

চামড়ার ন্যায্য দাম না পাওয়ায় গরিবেরা হক বঞ্চিত: ভোক্তা ডিজি

সিলেটে পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে

রাজধানীতে লোহার অ্যাঙ্গেল পড়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

জ্বালানি খাতে তিন মাসে ৩৭০ কোটি টাকা সাশ্রয়: উপদেষ্টা ফাওজুল কবির

সিয়াম হত্যায় আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী কারাগারে

মানবাধিকার রক্ষায় সরকার কখনো যথাযথ পদক্ষেপ নেয়নি: সুলতানা কামাল

স্ত্রীসহ সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা