শনিবার , ৮ মার্চ ২০২৫ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

যশোরে কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি হত্যাকাণ্ড

প্রতিবেদক
Newsdesk
মার্চ ৮, ২০২৫ ৪:১৪ অপরাহ্ণ

যশোর প্রতিনিধি :

যশোরে কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোররাতে চৌগাছা উপজেলায় মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছেন চল্লিশ বছর বয়সি শরিফুল ইসলাম। অন্যদিকে খেতে পানি দেওয়াকে কেন্দ্র করে সদর উপজেলার ওসমানপুর গ্রামে শহিদুল ইসলাম নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

জানা যায়, শনিবার ভোররাতে চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামে পারিবারিক কলহের জেরে শরিফুল ইসলাম নামের এক ব্যক্তিকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান তার মাদকাসক্ত ছেলে মো রমেন (২১)। পরে নিহতের স্ত্রী সেহেরি খেতে উঠে তাঁর স্বামীকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে আহত অবস্থায় শরিফুল ইসলামকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে শনিবার সকালে সদর উপজেলার ওসমানপুরের মাঠে ধান খেতে পানি দেওয়াকে কেন্দ্র করে শহিদুল ইসলাম নামে এক কৃষক পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে একই গ্রামের কৃষক একলাছের বিরুদ্ধে।

নিহতের পরিবারের দাবি, খেতে পানি দেওয়াকে কেন্দ্র করে একলাছসহ আরও ২ থেকে ৩ জন কোদাল দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে শহিদুলকে মাঠের মধ্যে ফেলে রেখে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শহিদুলকে মৃত ঘোষণা করেন।

কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে যশোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী বলেন, দুটি ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম রয়েছে। অপরাধীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

সর্বশেষ - জেলার খবর