বিনোদন ডেস্ক :
চিত্রনায়িকা শবনম বুবলীকে বিশেষ সম্মানে ভূষিত করা হয়েছে। চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে তাকে আলোকিত নারী সম্মাননা পুরষ্কার প্রদান করা হয়েছে।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ে লায়ন্স টাওয়ারে ‘আলোকিত নারীকল্যাণ ফাউন্ডেশন’ আয়োজিত এক অনুষ্ঠানে ‘আলোকিত নারী সম্মাননা স্মারক ২০২৫’ বুবলীর হাতে তুলে দেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামান।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন এই অভিনেত্রী। তিনি লিখেছেন, পৃথিবীর সব নারীর প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা।
বুবলী আরও লিখেছেন, কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রাপ্তি সবসময়ই অনেক ভালো লাগার। এটা আরও ভালো কাজের জন্য উৎসাহ যোগায়। তবে সফল সব নারীদের নিয়ে কোনো আয়োজনে যখন আলাদা করে সম্মাননা জানানো হয় তখন একটু বেশিই আনন্দ দেয়। কারণ, একজন নারী হিসেবে এটি ভীষণ গর্বের এবং সম্মানের। আর এই সম্মাননাটি গ্রহণ করি আমি আমাদের জীবন্ত কিংবদন্তী অভিনেত্রী শ্রদ্ধেয় দিলারা জামান ম্যামের হাত থেকে, এটাও অনেক অনেক ভালো লাগার বিষয়।
এদিকে বুবলীর প্রযোজনা সংস্থা ‘বিগ প্রোডাকশনস’ থেকে শিগগিরই কাজ শুরু হতে যাচ্ছে। এরইমধ্যে তিব্বত লাক্সারি সোপের বিজ্ঞাপনেও মডেল হয়েছেন তিনি।
এখনো যারা জংলী দেখার সময় সুযোগ করে উঠতে পারেননি, বুবলী তাদের কাছে বিনীত আহ্বান করেছেন সিনেমাটি সপরিবারে উপভোগ করার জন্য।