শুক্রবার , ১ আগস্ট ২০২৫ | ১৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

মুজিবনগর সীমান্তে ১৭ বাংলাদেশিকে হস্তান্তর বিএসএফের

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ১, ২০২৫ ৬:৫৬ অপরাহ্ণ

মেহেরপুর প্রতিনিধি :

মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ১৭ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর তাদের হস্তান্তর করা হয়। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) সহকারী পরিচালক মো. হায়দার আলী এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন এবং বিএসএফ-১৬১ ব্যাটালিয়নের মধ্যে সীমান্ত মেইন পিলার ১০৫ এর কাছে শূন্য লাইনে কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়।

বৈঠকে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের মুজিবনগর কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার শ্রী তাপস কুমার এবং বিএসএফ-১৬১ ব্যাটালিয়নের হ্নদয়পুর বিএসএফ ক্যাম্পের কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর শ্রী ধরমেন্দ্র দাহসহ সংশ্লিষ্ট কোম্পানি কমান্ডাররা উপস্থিত ছিলেন।

এ সময় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী ১৭ বাংলাদেশিকে হস্তান্তর করে বিএসএফ। এর মধ্যে, আটজন পুরুষ, পাঁচজন নারী ও চার শিশু রয়েছে। পরে তাদের মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘‘বিজিবি ১৭ জনকে হস্তান্তর করেছে।’’

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত