শুক্রবার , ১ আগস্ট ২০২৫ | ১৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

যুক্তরাষ্ট্রের ২০% শুল্ক হ্রাসে ড. ইউনূসকে জামায়াত আমিরের ধন্যবাদ

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ১, ২০২৫ ৬:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রফতানি পণ্যের উপর ঘোষিত উচ্চ শুল্কহার কমে ২০ শতাংশে নেমে আসায় সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ উদ্যোগে কার্যকর ভূমিকা রাখায় তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন।

শুক্রবার (১ আগষ্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে ডা. শফিকুর রহমান লেখেন, ‘আলহামদুলিল্লাহ। বাংলাদেশ সরকারের কার্যকর উদ্যোগ এবং যুক্তরাষ্ট্র সরকারের আন্তরিকতায় রফতানি পণ্যের ওপর উচ্চ ট্যাক্স কমে ২০%-এ নেমে এসেছে। এজন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস-এর সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি।’

তিনি আরও লেখেন, ‘ভবিষ্যতেও ড. ইউনুস এবং পরবর্তী রাষ্ট্রনায়কেরা বাংলাদেশের মর্যাদা সমুন্নত রেখে বিশ্ব কূটনীতির ক্ষেত্রে গৌরবজনক ভূমিকা রাখবেন। এই উদ্যোগে সংশ্লিষ্ট সকলকে আবারও আন্তরিক ধন্যবাদ।’

প্রসঙ্গত, এর আগে হোয়াইট হাউসের পক্ষ থেকে শুক্রবার দেওয়া এক ঘোষণায় জানানো হয়, ১ আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হচ্ছে। ঘোষণায় উল্লেখ করা হয়, বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ২০ শতাংশ পালটা শুল্ক আরোপ করা হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও কূটনৈতিক আলোচনায় অংশ নিয়েছে ইউনুস প্রশাসন। এর অংশ হিসেবেই এই শুল্ক হ্রাসের ঘোষণা এসেছে ।

 

 

 

সর্বশেষ - রাজনীতি