নিজস্ব প্রতিবেদক :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা নতুন নতুন ত্বত্ত নিয়ে হাজির হচ্ছেন, তারা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে না।
শনিবার (২ আগস্ট) বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল মান্নানের স্মরণসভায় আমীর খসরু বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের মানুষের যে আশা জেগেছে তা ধারণ করতে না পারলে কোনো রাজনীতিবিদ বা রাজনৈতিক দল জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।
রাজনীতি না বদলালে কোনো সংস্কারেই কাজ হবে না বলেও মন্তব্য করেন আমীর খসরু মাহমুদ। তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রের মাঝে চেক এন্ড ব্যালেন্স সব আছে। বিগত দিনে অনেক কিছু কাজ করেনি এটা স্বীকার করে আমীর খসরু বলেন, গত পনের বছর শেখ হাসিনা সংসদীয় গণতন্ত্রের প্রক্রিয়াগুলো শেষ করে গেছে।