ডেস্ক রিপোর্ট :
রাজধানী ঢাকা, নোয়াখালী, ময়মনসিংহ, সুনামগঞ্জ ও চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ সব দুর্ঘটনায় কমপক্ষে ৩৮ জন আহত হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুত্বর ।
বুধবার (৬ আগস্ট) সকাল থেকে বিকেলের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিদের পাঠানো সংবাদের ভিত্তিতে নিম্নে বিস্তারিত তুলে ধরা হলো।
ঢাকা: রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। নিহত নারীর বয়স আনুমানিক ৩০ বছর, এবং তার পরনে ছিল বোরকা।
বুধবার (৬ আগস্ট) সকাল ৮টার দিকে কাওলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত নারীর মরদেহ মর্গে রাখা হয়েছে। তার পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।
নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জপূর্ব বাজার এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চার শিশুসহ একই পরিবারের সাতজন নিহত হয়েছেন।
বুধবার (৬ আগস্ট) ভোর ৫টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস রাস্তার পাশের খালে পড়ে যায়। খবর পেয়ে চৌমুহনী ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
নিহতরা হলেন- লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের পশ্চিম চওপল্লী এলাকার ওমান প্রবাসী বাহর উদ্দিনের মা মোরশিদা বেগম (৫৫), তার স্ত্রী কবিতা (২৪), মেয়ে মিম আক্তার (২), ভাবি লাবনী আক্তার (৩০), নানী ফয়জুন্নেসা (৮০), ভাতিজি রেশমী আক্তার (৮) এবং লামিয়া (৯)। আহতদের মধ্যে রয়েছেন বাহার উদ্দিন ও মাইক্রোবাস চালকসহ পাঁচজন।
সুনামগঞ্জ: সুনামগঞ্জের লক্ষণশ্রী ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও তিন জন। তবে তাৎক্ষণিকভাবে আহত ও নিহতদের নাম জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ থানার এসআই আনিস বলেন, বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এখন ঘটনাস্থলে আছি বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।
ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে যাত্রীবাহী অটো-রিক্সার সঙ্গে মাহিন্দ্রদের সংঘর্ষে দুই যাত্রী নিহত এবং দুইজন আহত হয়েছেন।
বুধবার (৬ আগস্ট) দুপুরে গফরগাঁও-ভালুকা এশিয়ান হাইওয়ে সড়কে হাটুরিয়া কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার হাটুরিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মুনজু মিয়া(৪০) ও যশরা গ্রামের অহেদুল্লাহর ছেলে আলা উদ্দিন (৫০)।
চট্টগ্রাম: চট্টগ্রামে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী বহনকারী একটি বাসের সঙ্গে হানিফ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৮ শিক্ষার্থী আহত হয়েছেন।
বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে পটিয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীবাহী বাসটি বেপরোয়া গতিতে রাস্তায় মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুই বাসের অন্তত ২৮ জন যাত্রী আহত হন।