সিরাজগঞ্জ প্রতিনিধি :
স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে যমুনা সেতু পশ্চিম মহাসড়ক ব্লকেড করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে উত্তর-দক্ষিণাঞ্চলের ২২ জেলার যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ১১ টা ৫০ মিনিটে যমুনা সেতু পশ্চিম গোলচত্বরে দুই শতাধিক শিক্ষার্থীরা এই কর্মসূচী পালন শুরু করছেন।
শিক্ষার্থীদের অবরোধের কারণে মহাসড়কের দুই প্রান্তে যান চলাচল একদম বন্ধ হয়ে গেছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
এর আগে, বুধবার (১৩ আগস্ট) জেলার উল্লাপাড়ায় রেলপথ অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল দীর্ঘ ৬ ঘণ্টা বন্ধ ছিলো। অবরোধের কারণে দুর্ভোগে পড়েছিলেন হাজারো যাত্রীরা।
আজ ১২ টা ৪০ মিনিটে যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, শিক্ষার্থীদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষেও জানানো হয়েছে।
উল্লেখ্য, প্রতিষ্ঠার ৯ বছরেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অঙ্কের ডিপিপি অনুমোদন না হওয়ায় আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরাও একাত্মতা প্রকাশ করেছে।
গত ১৯ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত একটানা কর্মসূচিতে মহাসড়ক অচল করে দেন শিক্ষার্থীরা। তখন সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করায় আন্দোলন স্থগিত করা হয়। এরপর ৬ মাসেও ডিপিপি অনুমোদন না হওয়ায় ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কটের মধ্য দিয়ে আবার আন্দোলন শুরু হয়।