মঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫ | ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

জাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় বাড়ল

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ১৯, ২০২৫ ২:০১ অপরাহ্ণ

ঢাবি প্রতিনিধি :

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের সময় একদিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৯ আগস্টের পরিবর্তে ২০ আগস্ট (বুধবার) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

সোমবার (১৮ আগস্ট) রাতে চিফ রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ জসীম উদ্দীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞতিতে বলে হয়, বিপুল সংখ্যক শিক্ষার্থী মনোনয়ন পত্র সংগ্রহের জন্য ভিড় করলে কোনো কোনো হল ও কেন্দ্রীয় দপ্তর থেকে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন পত্র সংগ্রহ করতে পারেননি। এই অবস্থায় গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ সবার জন্য সমান ও সমুন্নত রাখার তাগিদে মনোনয়ন পত্র বিতরণ ও গ্রহণের সময় একদিন করে বাড়িয়ে যথাক্রমে ১৯ আগস্ট (মঙ্গলবার) বিকাল ৫টা এবং ২০ আগস্ট (বুধবার) বিকাল ৫টা করা হলো।

এর আগে সোমবার ডাকসু নির্বাচনে অংশ নিতে ২৮টি পদের বিপরীতে ৫৬৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে বলে জানানো হয়। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল সংসদ নির্বাচনের জন্য মোট ১ হাজার ২২৬টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

 

সর্বশেষ - রাজনীতি