খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির রামগড়ের পূর্ব বাগানটি এলাকায় মা ও মেয়েকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কেবা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল দশটায় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে লাশ উদ্ধারের জন্য গেছে।
মা-মেয়ে দুজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। এর বেশি কিছু তিনি জানাতে পারেনি পুলিশ। দুর্গম এলাকা হওয়ায় সেখানে নেটওয়ার্ক নেই বললেই চলে। জানা গেছে হত্যার শিকার মা আমেনা বেগম (৯৫) ও মেয়ে রেহেনা (৪৫)।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মঈন উদ্দীন জানিয়েছেন, ‘ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহে সিআইডিকে খবর দেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনের আওতায় আনা হবে।’