নিজস্ব প্রতিবেদক :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদ নির্বাচনের জন্য ১০ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল প্যানেল।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় এই ঘোষণা দেন ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী তানভীর বারী হামিম।
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান সহ অন্যান্য নেতাকর্মীরা।
প্রার্থীরা জানিয়েছেন, আগামী ৯ সেপ্টেম্বরের ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার চর্চার গুরুত্বপূর্ণ সুযোগ। ইশতেহারের লক্ষ্য ক্যাম্পাসকে আধুনিক, নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব করে তোলা।
ছাত্রদলের ১০ দফা ইশতেহার:
১. আধুনিক ও নিরাপদ ক্যাম্পাস।
২. নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও ক্ষমতা বৃদ্ধি।
৩. মানসম্মত স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুবিধা।
৪. কারিকুলাম, অবকাঠামো ও পরীক্ষা ব্যবস্থার আধুনিকায়ন।
৫. পরিবহন ব্যবস্থার উন্নয়ন, ব্যাটারিচালিত শাটল সার্ভিস।
৬. হয়রানি মুক্ত প্রশাসনিক সেবা, শিক্ষা ঋণ ও ক্যাম্পাসভিত্তিক কর্মসংস্থান।
৭. তরুণদের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ।
৮. ডিজিটাল সুবিধা, সাইবার সিকিউরিটি ও সাইবার বুলিং প্রতিরোধ।
৯. বর্জ্য ব্যবস্থাপনা, সবুজায়ন ও প্রাণীবান্ধব ক্যাম্পাস।
১০. কার্যকর ডাকসু, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি ও নিয়মিত নির্বাচন।
ছাত্রদল আশা প্রকাশ করেছে, তাদের এই ইশতেহার বাস্তবায়ন হলে ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য আরও উন্নত ও নিরাপদ পরিবেশ সৃষ্টি হবে।