সোমবার , ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

নেত্রকোণায় নারী পাচারকারী অভিযোগে  চীনা নাগরিকসহ দুইজন আটক, ৩ নারী উদ্ধার

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ১৫, ২০২৫ ৭:০৬ অপরাহ্ণ

জাহিদ হাসান, নেত্রকোণা থেকে :

নেত্রকোণার কেন্দুয়ায় আন্তর্জাতিক নারীপাচারকারী অভিযোগে  চীনা নাগরিকসহ দুইজনকে আটক করার পাশাপাশি ৩ তরুণীকে উদ্ধার করেছে পুলিশ।

আটককৃতরা  হচ্ছেন, চীনা নাগরিক  লি উই হাও (৩০)  আর  তার সহযোগী কুড়িগ্রামের রাজারহাটের সুখদেব পশ্চিমপাড়ার মৃত আব্দুল হানিফ মিয়ার ছেলে  মোঃ ফরিদুল ইসলাম ( ৩২)।

উদ্ধার তরুণীরা হলেন,  কেন্দুয়া পৌর শহরের কমলপুর এলাকার রুবেল মিয়ার মেয়ে পোশাককর্মী  আলফা আক্তার (১৮), মোজফরপুর ইউনিয়নের গগডা গ্রামের মহর উদ্দিনের মেয়ে লিজা আক্তার (২০) ও জামালপুরের মেলান্দহ উপজেলার গোপী নদী গ্রামের মৃত বছির উদ্দিনের মেয়ে  বৃষ্টি (১৭) । আলফা আক্তার ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন এবং তিনি ঢাকাতেই বসবাস করে আসছেন।

সোমবার সকালে তাদের আটক করে পুলিশ। এর আগে সকালে কেন্দুয়া পৌর শহরের কমলপুর এলাকা

থেকে তাদেরকে এলাকাবাসী আটক করে থানায় দেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তিন তরুণীকে উদ্ধার করে।

নেত্রকোণা অতিরিক্ত পুলিশ সুপার  হাফিজুল ইসলাম জানান,  গত ১ সেপ্টেম্বর পোশাককর্মী আলফা আক্তারকে বিয়ে করেন চীনা নাগরিক লি উই হাও। আগামী ২০ সেপ্টেম্বর চীন চলে যাওয়ার দিন নির্ধারণ করে। চীন যাওয়ার আগে আলফার পরিবারকে এক লাখ টাকা দেয়ার কথা থাকায় এবং পরিবারের কাছ থেকে বিদায় নেয়ার পাশাপাশি বিদেশী স্বামীকে পরিচয় করিয়ে দিতে গতকাল রবিবার কমলপুরের বাড়িতে যান আলফা ও লি উই হাও। এসময় লি উই হাওয়ের সাথে তার সহযোগী ফরিদুল ও তাদের প্রতারণার ফাঁদে পড়া দুই নারী বৃষ্টি ও লিজা ছিলেন। এদিকে আলফার বাড়ির লোকজন লি উই হাওয়ের সাথে কথা বললে তাদের সন্দেহ হয়। তখন লি উই হাও পাসপোর্ট,ভিসা দেখাতে না পারায় সন্দেহ আরো বাড়ে। পরে স্থানীয়রা লি উই হাও ও ফরিদুলকে থানায় সোপর্দ করেন।  থানায় তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে আটক করা হয়।

থানায় মানব পাচার অপরাধের অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।  পরে এই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম ।

সর্বশেষ - রাজনীতি