নিজস্ব প্রতিবেদক :
ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি চাল কিনবে সরকার। সরকারের গুদামে মজুত বাড়ানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আজ মঙ্গলবার এ কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
এ সময় অর্থ উপদেষ্টা বলেন, এখনও আমেরিকার সাথে শুল্ক নিয়ে চুক্তি হয়নি। তবে, তাদের সাথে বাণিজ্য বাড়ানোর কাজ করছে সরকার। সেই ধারাবাহিকতায় আমেরিকা থেকে ৫০ হাজার মেট্রিক টন গম কেনার অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে।’
আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন অর্থ উপদেষ্টা। সেখানে শুল্ক নিয়ে দেশটির সাথে চুক্তির বিষয়ে আলোচনা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, শুল্ক নিয়ে শিগ্গিরই চুক্তি হবে বলে আশা করছি।
সালেহউদ্দিন আহমেদ বলেন, আমেরিকা গিয়ে আইএমএফ এবং বিশ্ব ব্যাংকের সাথে নতুন কোনো অ্যাজেন্ডা নিয়ে আলোচনা হবে না। আগের ঋণ সহায়তা নিয়ে আলোচনা হবে যাতে পরবর্তী সরকার এসে সমস্যায় না পড়ে।
দেশের অর্থনীতি স্বস্তিতে রয়েছে জানিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, এখনও দারিদ্র্যসহ কিছু বিষয় নিয়ে চ্যালেঞ্জ রয়েছে। মূল্যস্ফীতি কমিয়ে আনার চেষ্টা করে যাচ্ছে সরকার। তবে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে সময় লাগবে।
চীন থেকে ২০টি যুদ্ধ বিমান কেনা হবে গণমাধ্যমের এমন সংবাদ নিয়ে কিছু বলতে রাজি হননি অর্থ উপদেষ্টা। পরবর্তীতে এ বিষয় জানানো হবে বলে জানান তিনি।