নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর আগারগাঁওয়ে একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের সাতজন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে ছয়জনকে ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে ও অপর জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে আগারগাঁও পাকা মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মো. জলিল মিয়া (৫০), তার স্ত্রী আরনেজা বেগম (৪০), ছেলে আসিফ (১৯), সাকিব (১৬) মনিরা (১৭), নাতনি ইভা (৬) ও ফিরোজুল আলম। দগ্ধ মনিরা হচ্ছে আসিফের স্ত্রী।
তাদের হাসপাতালে নিয়ে আসা দগ্ধ জলিল মিয়ার মেয়ের জামাই মো. আফরান জানান, রাতে টিনশেড বাসায় ঘুমিয়ে ছিলেন পরিবারটির সাত সদস্য। ভোরের দিকে টিনশেড বাসাটিতে বিকট বিস্ফোরণ হয়। এতে ওই সাতজন দগ্ধ হন। এ সময় চিৎকার শুনে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। বাসায় গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে বলে ধারণা তাদের।
চিকিৎসকরা জানান, সাতজনকেই জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের কার শরীরের কত শতাংশ পুড়ে গেছে তা পরে জানানো হবে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, রাজধানীর আগারগাঁওয়ের ঘটনায় ফিরোজুল আলম নামে একজন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
অপরদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, এই ঘটনায় ছয়জন ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।


















