রবিবার , ২১ ডিসেম্বর ২০২৫ | ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ২১, ২০২৫ ৭:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা দিতে ভারত সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ভারত সরকার। হাইকমিশনের এত কাছাকাছি বিক্ষোভকারীরা কীভাবে গেল? বাংলাদেশের হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।’

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভের বিষয়ে ভারত সরকারের দাবি প্রত্যাখ্যান করে তিনি বলেন, ‘বিষয়টি প্রেস নোটে ভুলভাবে উত্থাপন করা হয়েছে। ভারতে পরিস্থিতি আওতার বাইরে চলে গেলে ভিসা সেবাকেও প্রভাবিত করবে। তবে এখন তা উপলব্ধি করছি না।’

তৌহিদ হোসেন আরও বলেন, ‘ভারত বাংলাদেশের দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে প্রয়োজনে হাইকমিশনার কার্যক্রম সীমিত করতে হতে পারে, তবে আমরা এখনও দিল্লির ওপর আস্থা রাখতে চাই।’

ময়মনসিংহে এক যুবককে পিটিয়ে হত্যার বিষয়ে তিনি বলেন, ‘ময়মনসিংহের ঘটনায় একজন বাংলাদেশী নিহত হয়েছেন। সেটিকে সংখ্যালঘুর ওপর হামলা হিসেবে দেখে না বাংলাদেশ। দোষীদের গ্রেপ্তার করা হয়েছে, জড়িতদের বিচারের আওতায় আনা হবে।’

এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল দিল্লিতে এক সংবাদ সম্মেলনে দাবি করেন, বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভের ঘটনাকে ঘিরে কিছু সংবাদমাধ্যমে ‘বিভ্রান্তিকর’ তথ্য প্রকাশ হয়েছে। ঘটনাটি নিয়ে বাংলাদেশি কিছু সংবাদমাধ্যমে প্রচারিত তথ্য বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

রণধীর জয়সওয়াল জানান, ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে প্রায় ২০–২৫ জন যুবক জড়ো হন। তাঁরা ময়মনসিংহে দীপু চন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে স্লোগান দেন। একই সঙ্গে বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষার আহ্বান জানান। এ সময় বাংলাদেশ হাইকমিশনের বেষ্টনী ভাঙার চেষ্টা বা কোনো ধরনের নিরাপত্তাজনিত সংকটের সৃষ্টি হয়নি। ঘটনাস্থলে দায়িত্বে থাকা পুলিশ কয়েক মিনিটের মধ্যেই দলটিকে ছত্রভঙ্গ করে দেয়।

রণধীর জয়সওয়াল আরও জানান, ভিয়েনা কনভেনশন অনুযায়ী নিজ ভূখণ্ডে বিদেশি মিশন ও পোস্টগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির ওপর ভারত নিবিড়ভাবে নজর রাখছে বলেও জানান তিনি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র জানান, ভারতের কর্মকর্তারা বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন। সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বানও জানিয়েছে ভারত।

সর্বশেষ - জেলার খবর